ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ, সহজভাবে বলতে গেলে সাবেক বা অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। সাধারণত সাবেক ক্রিকেটারদের দিকে তেমন একটা নজর থাকে না ভক্তদের। তবে নামগুলো যখন শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, যুবরাজ সিং, দিনেশ রামদিন, ইউসুফ পাঠান, ইরফান পাঠানÑ তখন বাড়তি উন্মাদনা থাকাটাই তো স্